প্রকাশিত: Sun, Jun 2, 2024 9:06 AM
আপডেট: Sat, Dec 6, 2025 9:59 PM

[১]ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় বাইডেন বললেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়

রাশিদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ফৌজদারি মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতে ডোনাল্ড ট্রাম্পকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। মাস ছয়েক শুনানি শেষে বৃহস্পতিবার জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। বিবিসি

[৩] বাইডেন বলেন, জুরিরা কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য শুনেছেন। এরপর সতর্কতার সঙ্গে সেসব বিবেচনায় নিয়ে ৩৪টি অভিযোগের বিষয়ে সর্বসম্মত রায়ে পৌঁছেছেন। আমেরিকান বিচার ব্যবস্থা এভাবেই কাজ করে। আমাদের বিচার ব্যবস্থা ২৫০ বছর ধরে এভাবেই টিকে আছে।  

[৪] আদালতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার বিষয়ে যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা বেপরোয়া, এটা বিপজ্জনক। কারচুপি করা হয়েছে বলা দায়িত্বজ্ঞানহীন আচরণ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব